মক্কায় একটি পাথর আছে যেটার আশ্চর্য ক্ষমতা আছে আর সেটা জান্নাতের পাথর শক্তি কারো নেই, মানুষ যদি একবার চুম্বন করে সেই মানুষের ভিতরে থাকা যত গোনা ওই পাথর টেনে নিতে পারে আর গুনাহ মানুষের ভেতর থেকে শুষে নিতে নিতে পাথরটি আজকে কালো হয়ে গেছে এটি বহু দামি কেনার মত ক্ষমতা কারো নেই।
tithikhatun publisher