পৃথিবীর সব উন্নত দেশেই কেন তুষারপাত হয়ে থাকে?

1 Answers   8.5 K

Answered 2 years ago

এখানে যে গাঢ় নীল অংশটুকু দেখতে পাচ্ছেন সেখানে শীতকালে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫০০ মিটারের ওপরের এলাকাগুলোতে বরফ পরে। এরনিচে কখনো কখনো বরফ পরে।

ভায়োলেট অংশেে বছরে বাৎসরিকভাবে ৫০০ মিটারের ওপরের অংশেই শুধু বরফ পরে।

পারপল অংশে ২০০০ মিটারের উপরে বরফ পরে শীতকালে।

গ্রে অংশে কোন বরফ পরেনা। এখন আপনিই বুঝে নেন এখানে কয়টা উন্নত দেশ আর কয়টা অনুন্নত দেশ আছে।

Shilpi
Shilpi
462 Points

Popular Questions