পৃথিবীর সবথেকে বড় সাগরের নাম কী?

1 Answers   2.4 K

Answered 1 year ago

প্রশান্ত মহাসাগর হচ্ছে পৃথিবীর সব চেয়ে বড় মহাসাগর। যা সবচেয়ে বেশি দীর্ঘ এবং সবচেয়ে বেশি গভীর। সবচেয়ে আচার্যের বিষয় হচ্ছে মহান আল্লাহ পাকের ইচ্ছায় প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর একসাথে প্রবাহিত হলেও এক সগরের পানি আরেক সাগরের পানির সাথে কখনো মিশ্রিত হয় না। পবিত্র কোরআনে এই সম্পর্কে বলা হয়েছে যে, তারা একসাথে প্রবাহিত হলে তাদের দুই সাগরের মাঝখানে এক অদৃশ্য দেওয়াল বা সীমানা নির্ধারণ করা হয়েছে যেন দুই সাগরের পানি এক না হয়।
Piku
Piku
286 Points

Popular Questions