কানুপুল , শ্রীলঙ্কার স্থানীয় এই ফুলকে বিশ্বের সবচেয়ে দামি বলে বিবেচনা করা হয়। প্রকৃতপক্ষে অন্যান্য ফুলের মতো এই দাম নির্ধারণই করা যায় না। কিন্তু কেন?
কানুপুল দিনের আলোয় বাঁচে না। এটি রাতে ফোটে, সাধারণত চাঁদনি রাতে। তাই একে বলা হয় 'রাতের রানী'।রাত ১০টা থেকে ১১টার দিকে ফোটা শুরু করে। দুই ঘণ্টার মধ্যেই পুরোপুরি ফুটে যায়। সবগুলো পাপড়ি মেলার পর মিষ্টি গন্ধ ছাড়ে কাদুপুল। তারপরই মারা যায়!
Mamun Khan publisher