পৃথিবীর সবচেয়ে কম পরিচিত দেশ কোনটি? এর ব্যাপারে সেভাবে কথা হয় না কেন?

1 Answers   11.9 K

Answered 2 years ago

১. ভানুয়াটু: দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটা ডিপ রাষ্ট্র। রাজধানী পোর্ট ভিলা। মাথাপিছু আয় তিন হাজার তিনশো ডলারের একটু বেশি। সবচেয়ে মজার তথ্য হচ্ছে, এই ডিপ চিরশত্রু ব্রিটিশ আর ফরাসিরা একসঙ্গে মিলে শাসন করেছে। এদের নিজেদের সংস্কৃতির সঙ্গে ফ্রোটিস মিলে মিশে একাকার। তবে বর্তমানে ভারতের সঙ্গে এদের বেশ ভালো সম্পর্ক আছে। আর দেশটির দুঃসাহস অসম্ভব রকমের। এরা বড় বড় দেশের এমন এমন জায়গায় নাক গলায়, যেখানে আমাদের দেশ কথা বলতে সাহস করে না। যেমন: পাপুয়া দেশের স্বাধীনতার বিষয়ে এরা ইন্দোনেশিয়াকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে।

২. আরুবা: ক্রিকেট আর অলিম্পিকের জন্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ নিয়ে আমাদের একটু আধটু ধারণা আছে। তবে এটি একটু আলাদা। ১৯৮৬ সালে স্বাধীন হওয়ার পূর্ব পর্যন্ত এটি নেদারল্যান্ডস এর একটা উপনিবেশ ছিল। তবে ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাসে এরা ডাচ্দের থেকে বেশ আলাদা।

৩. কুরাসাও (Curaçao): ২০১০ সালে ডাচদের থেকে আলাদা হওয়ার আগে এরা ডাচদের অধীনে ছিল। এদের জিডিপি পার ক্যাপিটা সাড়ে ৩৫ হাজার ডলার। বেশ ধনী একটা দেশ।

৪. টুভালু: আয়তনে চুনোপুটি, তাই রাজধানীর নাম ফুনাপুটি। পৃথিবীর চতুর্থ ক্ষুদ্রতম রাষ্ট্র। নরম সরম একটা দ্বীপদেশ। আর বৈশিষ্টগুলো আগেরগুলোর মতোই খুব সাধারণ।

Tasfun Khan
tasfinkhan
528 Points

Popular Questions