কাতার
কাতারের মাথাপিছু আয় ৮৮ হাজার ২২২ মার্কিন ডলার (প্রায় ৭৪ লাখ টাকা)।
দেশের লোকের ক্রয়ক্ষমতা, জিডিপি, মাথাপিছু আয় এইসব বিষয়ের উপর চুলচেরা বিশ্লেষণের উপর ভিত্তি করে এই তালিকা তৈরি করেছে ফোর্বস। কাতার বিশ্ব অর্থনীতিতে বেশ কয়েক বছর ধরেই সামনের সারিতে আছে। বিশ্বের ধনবান শিল্পপতিদের অনেকের বাস এই দেশে।
abduladi publisher