Answered 2 years ago
সৃষ্টিকর্তা কখনো আপনার সামনে এসে বলবে না আমাকে বিশ্বাস করো I
বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার I
স্রষ্টা কাউকে জোর করবে না I
সৃষ্টিকর্তাকে বিশ্বাস করলে আপনি তাকে পাবেন অভিভাবক হিসেবে I
বিপদে-আপদে সৃষ্টিকর্তাকে ভরসা করতে পারবেন I
আর বিশ্বাস না করলে এটা সম্পূর্ণ আপনার ব্যাপার !
এখন আসি আপনার প্রসঙ্গে -
আপনি যদি বিশ্বাস করেন যে সৃষ্টিকর্তা আছে তাহলে নভোমন্ডলের সমস্ত কিছু তার সৃষ্টি I
একবার চিন্তা করুন তো আপনার পরনের পোশাক থেকে শুরু করে ঘরের আসবাবপত্র খাবার-দাবার এগুলো কি এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে ?
মেড ইন বাংলাদেশ ! মেড ইন জাপান ! মেড ইন চায়না ! মেড ইন কোরিয়া !
এই কথাগুলোর অর্থ কি একবার ভেবে দেখেছেন ?
এই পৃথিবীতে মানুষ কিছু তৈরি করলে সেটার কপিরাইট করে যাতে করে সেটা কেউ নকল করতে না পারে I
নিজের নামের সিগনেচার দিয়ে দেয় , কোন দেশে তৈরি সেটাও দিয়ে দেয় !
আগে বলুন তো এই পৃথিবী এবং এর ভিতরে যা কিছু আছে মানুষ থেকে শুরু করে বন্যপ্রাণী এগুলো কি এমনি এমনি হয়েছে
যদি এগুলো এমনি এমনি সৃষ্টি হতো তবে প্রত্যেকটি প্রাণী স্বয়ংসম্পূর্ণ হত I
একে অন্যের ওপর নির্ভরশীল হত না !
জীববিজ্ঞানের একটি শাখা বাস্তুতন্ত্র বলতে কিছু থাকত না !
একটু চিন্তা করে দেখুন বাঘ সিংহ হরিণ শিকার করে খায় ,
মানুষ কাজকর্ম করে রোজগার করে খায় I
গাছপালা ফটোসিনথেসিস এর মাধ্যমে খাদ্য গ্রহণ করে I
তো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি প্রাণী একে অপরের উপর নির্ভরশীল !
কেউই স্বয়ংসম্পূর্ণ না !
এখন আসি গ্রহ উপগ্রহ নক্ষত্র এর ক্ষেত্রে কি দেখা যায় -
প্রথমত বলে রাখা ভাল পৃথিবীর একটি গ্রহ এবং চাঁদের উপগ্রহ !
তাহলে আমরা এমন গ্রহে বসবাস করি যেখানে প্রাণের অস্তিত্ব আছে !
পৃথিবী বাদে সৌরমণ্ডলের অন্যান্য গ্রহগুলোতে প্রাণ কেন সৃষ্টি হয়নি এর কোন উত্তর কি আপনার কাছে আছে ?
এখন আপনি যদি বলেন সবকিছু এমনি এমনি সৃষ্টি হয়েছে তাহলে আমি বলব বুধ , শুক্র , মঙ্গল এসমস্ত গ্রহে কেন প্রাণ সৃষ্টি হলো না ???
যেহেতু সবকিছু এমনি এমনি সৃষ্টি হয় তাহলে এখানে এমনি এমনি প্রাণের সৃষ্টি হলে কি ক্ষতি হতো ?
তখন আপনি কি এর কোন জবাব দিতে পারবেন ?
নক্ষত্রের ক্ষেত্রে আমরা বিভিন্ন ভ্যারিয়েশন দেখতে পাই I
নক্ষত্র ছোট থেকে শুরু করে মাঝারি নক্ষত্র এবং দানবাকৃতির নক্ষত্র I
আমাদের সূর্য মাঝারি আকৃতির নক্ষত্র !
সূর্য যদি এমনি এমনি সৃষ্টি হয় তাহলে সূর্য তাপ না দিয়ে শীতল হয়ে যেতে পারত!
সূর্য কেন আমাদের মহাবিশ্বের মাঝারি আকৃতির নক্ষত্র হলো ???
সূর্য তো বড় নক্ষত্র হতে পারত !
কোটি কোটি নক্ষত্র কে নিমিষে গিলে ফেলছে একটি ব্ল্যাক হোল !
আসলে কি জানেন ?
আমরা মানুষ ছোট আমাদের চিন্তা ভাবনাটাও ছোট !
বিজ্ঞানীরা বলেন মানুষ তার ব্রেইনের মাত্র 30% কাজে লাগাতে পারে !
কোন মানুষ সারা জীবনে তার ব্রেইন এর 10% ও খরচ করে না
আমরা আমাদের ব্রেইনকে 100% কাজে লাগাতে পারি না আর আমাদের জ্ঞান নিয়ে অহংকার করি !
মানুষকে বলা হয় বুদ্ধিমান প্রাণী প্রকৃতপক্ষে মানুষ একটি অদ্ভুত বোকা প্রাণী !
তাই যুগ যুগ ধরে ধর্ম নিয়ে মারামারি করা মানুষের অভ্যাসে পরিণত হয়ে গেছে !
স্রষ্টা নিজের পরিচয় মানুষের সামনে তুলে ধরলেও মানুষ
আজও স্রষ্টাকে খুঁজে পায়না এবং তার ব্যাপারে সন্দেহ করে !
Maruf Alam publisher