Answered 2 years ago
এটা খুব সম্ভবত ইংল্যান্ড হবে।
আমি নিয়মিত ফুটবল দেখি। ইংলিশদের মধ্যে যেই ফুটবল উত্তেজনা দেখি সেটা অন্য কোনো জাতির মধ্যে দেখা যায় না।
আপনার প্রশ্ন করার কারণ খুব সম্ভবত বাংলাদেশের ফুটবল ক্রেজ। বাংলাদেশের মানুষ ফুটবল দেখে ফুটবল ভালোবাসে। কিন্তু সেটা যুবক সমাজের মধ্যে সীমাবদ্ধ। আমাদের দেশে বিশ কোটি মানুষের মধ্যে সব শ্রেনীর মানুষ মিলয়ে বেশি হলে তিন থেকে চার কোটি মানুষ ফুটবল দেখে। আর ইংল্যান্ডের প্রতিটা শহরের দুইটা তিনটা ক্লাব আছে। সেখানে রবিবার ফুটবল না দেখাই অপরাধ হিসেবে দেখা হয়।শিশু থেকে বৃদ্ধ সবাই ফুটবল দেখে।নব্বই থেকে পঁচানব্বই ভাগ মানুষ ফুটবল সম্পর্কে জানে। আপনারে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন একদিন লিভারপুলের চ্যাম্পিয়নস লিগের ম্যাচ শেষে এক ভদ্রলোকেকে হাতে ব্যাগ নিয়ে দ্রুত মাঠ ছাড়তে দেখা যায়। তার কাছে কারণ জানতে চাইলে তিনি জানান ছুটি না পাওয়ায় তিনি মাত্র দুই ঘন্টার ছুটি আনছেন তা-ও অন্য কারন দেখিয়ে শুধু একটা ম্যাচ দেখার জন্য। যেখানে ইংল্যান্ড প্রতি সপ্তাহে ত্রিশ থেকে পয়ত্রিশটা ম্যাচ এমনিতেই থাকে। তাহলে বুঝতেই পারছেন কি পরিমান ফুটবল ক্রেজ তাদের মধ্যে।জাস্ট আনরিয়াল!!
ইংলিশরা ফুটবলের জন্য সবকিছু করতে পারে। তাদের কারনে গতবছর চ্যাম্পিয়নস লিগের মতো আসরের ফাইনাল শুরু করতে পনের মিনিট লেট হইছে। ইউরোর ফাইনালে হারার পর ওয়েম্বলির বাইরে প্রচন্ড মারামারি হইছে।মার্সিসাইড ডার্বিতে মানুষ খুন হইছে। এইরকম আরো হাজারো উদাহরণ দেওয়া যায় ইংলিশদের ফুটবল ক্রেজ নিয়ে। তাহলে বুঝেন বিশ্বকাপ আসলে তারা কি করে!!
যেহতু জিজ্ঞেস করছেন কোন কোন দেশ সেখানে দ্বিতীয় হবে ব্রাজিল তারপরে আর্জেন্টিনা,স্পেন, জার্মান, ইতালি,হলান্ড ইত্যাদি। আমি বাংলাদেশকে সেরা দশের মধ্যে দেখি না।
তবে বাংলাদেশ কোনোদিন বিশ্বকাপ খেলতে পারলে তাহলে পৃথিবীর অন্যতম কট্টর সমর্থক গোষ্ঠী হবে।
bipolraj publisher