পৃথিবীতে সবচেয়ে ভারী মোবাইল এপ্লিকেশন কোনটা?

1 Answers   11 K

Answered 2 years ago

আপনার প্রশ্নটি হলো পৃথিবীতে সবচেয়ে ভারি মোবাইল এপ্লিকেশন কোনটি ?


এই ব্যাপারে বলতে গেলে প্রথমেই বলতে হয় , কোন কোম্পানিই তাদের তৈরি এপ্লিকেশন বেশী ভারি যাতে না হয় সেদিকে বিশেষ নজর রাখেন । কোম্পানি গুলোর উদ্দেশ্য থাকে যাতে ব্যবহারকারি তাদের এপ্লিকেশন ব্যবহার করে কোন বিরক্তিকর পরিস্থিতিতে না পড়ে। তারপরও এমন কিছু এপ্লিকেশন আছে যেগুলো বাকি এপ্লিকেশন থেকে একটু বেশীই ভারী হয়ে থাকে ।


তো এবার মূল উত্তরে আসা যাক …


এটার উত্তর দিতে গেলে প্রথমেই জানতে হবে , আপনি ঠিক কোন দিক দিয়ে ভারি বোঝাতে চেয়েছেন!


এপ্লিকেশন এর উজন মূলত দুই ভাবে বোঝানো যায় । এক হলো , এপ্লিকেশন এর সাইজ অনুযায়ী সবচেয়ে বেশী সাইজের এপ্লিকেশন । দ্বিতীয়ত হলো , যে এপ্লিকেশন রান হতে সবচেয়ে বেশী জায়গা এবং সবচেয়ে বেশী প্রসেস ইউজ হয় ।


তো দুই দিক দিয়েই সবচেয়ে ভারী এপ্লিকেশন এর লিষ্ট করতে গেলে সবচেয়ে উপরে যে এপ্লিকেশনটি থাকবে সেটা হলো , Grid Autosport ।



এটি একটি গেম যার সাইজ প্লে-স্টোরে প্রায় ৫ জিবি । ৫ জিবির এই এপ্লিকেশনটি ডাউনলোড করার পর বিভিন্ন Log file এবং বিভিন্ন মোডের জন্য বেশ কিছু ডিপেনডেন্সি আছে সেগুলো এড করার পর এপ্লিকেশনটার সাইজ প্রায় ৮ জিবি হয়ে যায় ।


এখন আসি প্রসেসর খাদক হিসাবে গেমটা কেমন?


গেমটা মোবাইলে স্মুথলি প্লে করার জন্য মিনিমাম ৪ জিবি র্যাম প্রয়োজন হয় । তাছাড়া ফ্রি রোম স্পেস প্রায় ১৬ জিবি প্রয়োজন পড়ে । এপ্লিকেশনটি ব্যাকগ্রাউন্ডে প্লে করে অন্য কোন এপ্লিকেশন ইউজ করা একটু ঝামেলার ব্যাপার কারন এই এপ্লিকেশনটা প্রায় ৮০% + প্রসেসর ইউজ করে থাকে 

Tasfun Khan
tasfinkhan
528 Points

Popular Questions