Answered 2 years ago
চালাক চতুর বলতে আপনি কি বোঝাতে চাইছেন ??
ভারতীয়রা গোটা পৃথিবীতে নিজের জায়গা করে নিচ্ছে নিজের শিক্ষা ও সংস্কৃতি কে কাজে লাগিয়ে। আইটি, মেডিক্যাল, ম্যানেজমেন্ট… এই তিন জায়গায় ভারতীয়দের উপস্থিতি চোখে পড়ার মত। চালাক চতুর বলতে বাংলায় যা বোঝায় তা দিয়ে বিশ্বের মানুষের কাছে স্বীকৃতি পাওয়া যায় না। প্রবাদ আছে চালাকির দ্বারা মহৎ কার্য হয় না।
ভারতীয়রা যেখানে যায় সেখানকার আইন কানুন মেনে চলে। নিজের সংস্কৃতি রক্ষা করে অন্যের সংস্কৃতিকে সন্মান জানিয়ে। ভিক্টিম কার্ড প্লে করে কোথাও শরনার্থী হয়ে ঢুকে তারপর দাঙ্গা হাঙ্গামা বাধায় না।
আমি নিজে দীর্ঘদিন ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন স্থানে থেকে দেখেছি ভারতীয় রা অন্যান্য উপমহাদেশীয় দেশের নাগরিকদের তুলনায় সন্মান পায় অনেক বেশি। কারন শিক্ষা, আচার, ব্যবহার, কর্মদক্ষতা , বাচনশৈলি এবং নিয়মানুবর্তিতা। গোটা উন্নত বিশ্বে ভারতীয় দের নিয়ে কোন অভিযোগ পাওয়া যায় না।
Chahal publisher