নিজের মাতৃভূমি নিজের দেশ। সব থেকে নিরাপদ বলে আমি মনে করি। কারণ বিধর্মী ভাষা নিয়ে অন্য দেশে বসবাস করা অনেক অসুবিধা সম্মুখীন হতে হয়। বিভিন্ন দেশে বিভিন্ন রকমের খাওয়া-দাওয়া ।বিভিন্ন রকমের বেশভূষা ।বিভিন্ন রকমে আচার ব্যবহার ।সোসাইটি, কালচার, আনন্দ উৎসব, পূজা পার্বণ , সবই বিভিন্ন রকমের । আমি ইন্ডিয়াতেই একটা রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পড়ে আছি চাকরির জন্য। এখানেই কালচার এখানে খাওয়া-দাওয়া এখানে মানুষের ওঠা বসা সবই আলাদা। এমনকি এখানকার আবহাওয়া অবধি পরিবর্তন। তাই নিজের দেশ নিজে মাতৃভূমি নিজের কাছেই নিরাপদ ।
rojaroja publisher