পৃথিবীতে বসবাসের জন্য সবচাইতে নিরাপদ শহর কোনটি?

1 Answers   10.4 K

Answered 2 years ago

নিজের মাতৃভূমি নিজের দেশ। সব থেকে নিরাপদ বলে আমি মনে করি। কারণ বিধর্মী ভাষা নিয়ে অন্য দেশে বসবাস করা অনেক অসুবিধা সম্মুখীন হতে হয়। বিভিন্ন দেশে বিভিন্ন রকমের খাওয়া-দাওয়া ।বিভিন্ন রকমের বেশভূষা ।বিভিন্ন রকমে আচার ব্যবহার ।সোসাইটি, কালচার, আনন্দ উৎসব, পূজা পার্বণ , সবই বিভিন্ন রকমের । আমি ইন্ডিয়াতেই একটা রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পড়ে আছি চাকরির জন্য। এখানেই কালচার এখানে খাওয়া-দাওয়া এখানে মানুষের ওঠা বসা সবই আলাদা। এমনকি এখানকার আবহাওয়া অবধি পরিবর্তন। তাই নিজের দেশ নিজে মাতৃভূমি নিজের কাছেই নিরাপদ ।
Roja Roja
rojaroja
143 Points

Popular Questions