Answered 2 years ago
এমন দিন আসার সুযোগ নেই, কারণ মানুষ মানেই কৌতূহলী প্রাণী। সে অজানাকে জানার চেষ্টা করে। যদি কখনও এমন হয় যে পৃথিবীতে মহা ধ্বংসযজ্ঞ চলল, আর এতে সব শিক্ষিত মানুষ ও শিক্ষার প্রতিষ্ঠান বিলীন হয়ে গেল, তবুও মানুষ টিকে থাকার জন্য নানা কৌশল অবলম্বন করবে, আর সেটাই বিজ্ঞান। বিজ্ঞান মানে কোন একটা ব্যাপারে বিশেষ যৌক্তিক জ্ঞান থাকা। সেটা অর্জিত হয় পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। আদিম যুগ থেকে এভাবেই বিজ্ঞানের সূচনা।
rahamanshajidur publisher