পৃথিবীতে এমন কোনো দিন কি আসবে, যেদিন কোনো বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার চিরতরে বিলুপ্ত হয়ে যাবে? যদি তাই হয়, তাহলে কী হবে?

1 Answers   5.7 K

Answered 2 years ago

এমন দিন আসার সুযোগ নেই, কারণ মানুষ মানেই কৌতূহলী প্রাণী। সে অজানাকে জানার চেষ্টা করে। যদি কখনও এমন হয় যে পৃথিবীতে মহা ধ্বংসযজ্ঞ চলল, আর এতে সব শিক্ষিত মানুষ ও শিক্ষার প্রতিষ্ঠান বিলীন হয়ে গেল, তবুও মানুষ টিকে থাকার জন্য নানা কৌশল অবলম্বন করবে, আর সেটাই বিজ্ঞান। বিজ্ঞান মানে কোন একটা ব্যাপারে বিশেষ যৌক্তিক জ্ঞান থাকা। সেটা অর্জিত হয় পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। আদিম যুগ থেকে এভাবেই বিজ্ঞানের সূচনা।

Shajidur Rahaman
rahamanshajidur
284 Points

Popular Questions