Answered 2 years ago
আমি একটা কথাই বলব, আপনার এরকম মনে হবার কারণ কি? মরে গিয়ে কি আপনি সব কিছুর সমাধান করে যেতে পারবেন? মরে গিয়ে আজ পর্যন্ত কেউ সবকিছু সমাধান করতে পারে না। বরং বেঁচে থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যদি লড়াই করে টিকে থাকতে নাও পারেন তবুও পৃথিবীর মানুষ বলবে, সে পারুক বা না পারুক সে জীবন দিয়ে লড়াই করে ছিল। কাপুরুষের মত পালিয়ে যায় নি। বা মরার আগে মরে যায়নি।
sohag360 publisher