Answered 2 years ago
অধিকাংশ ধর্ম বা সমাজ ব্যবস্থা নারীদের 'মানুষ' বলেই মনে করতো না,তো দার্শনিক! পৃথিবীতে একমাত্র যে ধর্মে ও সমাজে ৭৫০ বছরের বিদেশি শাসনের আগে পর্যন্ত নারীদের তত্ত্বগত ভাবে অন্তত পুরুষদের থেকে আলাদা করা হতো না,সেখানে স্বর্ণযুগে অনেক নারী দার্শনিকের আবির্ভাব ঘটেছিল। তাছাড়া আধুনিক পাশ্চাত্য দর্শনে অনেক বিখ্যাত নারী দার্শনিকের সন্ধান পাওয়া যায়। গুগলে খুঁজলেই পাওয়া যাবে।
Chahal publisher