Answered 2 years ago
পুলিশ ক্যাডারে যোগদান করে ট্রেনিং শেষ করে আপনাকে যে ইউনিটে পোষ্টিং করা হবে সেখানে জয়েন করতে হবে। ধরুন আপনার এমন একটি ইউনিটে পোষ্টিং হলো যেখানে আপনার সার্বক্ষণিক গাড়ি প্রয়োজন নেই, এবং ঐ ইউনিটে অতিরিক্ত গাড়িও নেই যে আপনাকে সার্বক্ষণিক গাড়ি সরবরাহ করা হবে। সেক্ষেত্রে আপনাকে সমরুটের কারো সাথে রাইড শেয়ারিং এর ব্যবস্থা করে দেয়া হবে। আপনি এএসপি হয়ে যে কোন ইউনিটে গাড়ি পাবেনই এমন কোন নিশ্চয়তা নেই। তবে আপনার ইউনিট ইনচার্জ যানবাহন শাখায় আপনার আসা যাওয়ার ব্যবস্থা করার আদেশ দিবেন এবং আপনাকে অফিসিয়াল কাজে কোথাও যেতে হলেও আপনাকে গাড়ি সরবরাহের আদেশ দিবেন।
আপনার পোষ্টিং যদি এমন ইউনিটে হয় যেখানে আপনার চব্বিশ ঘন্টায় যে কোন সময় গাড়ি প্রয়োজন হতে পারে সেখানে আপনি সার্বক্ষণিক গাড়ি পাবেন। আমি টেকনিকাল কারণে এধরনের ইউনিটগুলোর নাম উল্লেখ করছি না। তবে, এএসপি হিসাবে সরকারী কাজে যে ফর্মেটেই পান, আপনি গাড়ি পাবেন।
আপনি এ্যাডিশনাল এসপি পদে পদোন্নতি পেলে সাধারণতঃ সব ইউনিটে সার্বক্ষণিক গাড়ি পাবেন। তবে, এ পদেও সার্বক্ষণিক গাড়ি পাওয়ার ক্ষেত্রে দু’একটা ইউনিটে ব্যতিক্রম ঘটেলেও তা উল্লেখযোগ্য নয়।
বাড়ী তেমন সহজলভ্য নয়। সার্কেল পর্যায়ে মোটামুটি মানের কোয়ার্টার পাবেন। জেলা পর্যায়ে এএসপিদের কোয়ার্টার পাওয়া বেশ অনিশ্চিত।
সরকারী বাড়িতে থাকলে, মহানগরীতে বেসিকের যে ৫০% বাসা ভাড়া হিসেবে দেয়া হয় তা কেটে নেয়া হবে। মহানগরীর বাইরে ৪০%। আপনি ব্যাচেলর হলে এতটাকা দিয়ে সরকারী বাসায় থাকবেন কিনা, তা নিয়ে চিন্তায় পড়ে যাবেন। কারণ সরকারী বাসায় থাকার কারণে বেতনের সিংহ ভাগ বাসা ভাড়ায় কাটা পরে যাবে। এ’জন্য যেসব পদের বিপরীতে সরকারী নির্ধারিত বাসা নেই তারা অনেকেই পাবলিক বাসায় ভাড়া থাকেন। তাতে অনেকটা সাশ্রয় হয়। আপনার পদে বিপরীতে নির্ধারিত বাসা থেকে থাকলে আপনি বাসায় বসবাস করলেও বাড়ী ভাড়া কেটে নেয়া হবে, না করলেও নেয়া হবে। এটা সকল বেসামরীক সরকারী চাকুরীজীবিদের জন্য একই রকম।
প্রশ্নের উত্তর প্রচলিত ধরণার সাথে নাও মিলতে পারে। আমি বাস্তবতার নিরিখে এসব প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করি।
এ’বিষয়ে আর কোন প্রশ্ন থাকলে মন্তব্য বক্সে করতে পারেন। কিম্বা বার্তায় লিখতে পারেন।
shaira985 publisher