Answered 2 years ago
এই উত্তরে একটা মজার অভিজ্ঞতা শেয়ার করি। বছর দুয়েক আগে লাঞ্চ ব্রেক এর পরে সেকেন্ড শিফট এর প্রথম ক্লাস এর মাঝে এক ঘন্টা অনাকাঙ্খিত বিরতিতে অফিসে বসে বস সহ আরো কয়েকজন মিলে আড্ডা দিচ্ছি। হঠ্যাৎই চিৎকার চেচামেচি শুনে বাইরে বেশ উৎসুক হয়ে বাইরে গেলাম। যেয়ে দেখি পুলিশের গাড়ি থামানো, গাড়ির পাশেই ফুটপাথ ধরে ২০-২১ বছর বয়সী একটা ছেলে সমানে চিল্লাচ্ছে আর বেশ ঝাড়ি দিচ্ছে।
জীবনে পুলিশকে এমন পরিস্থিতিতে খুব কমই পড়তে দেখেছি, সেকারণে আমাদের নিরাপত্তা প্রহরী কাম অফিস বয় তুহিন ভাইকে প্রশ্ন করলাম কী ঘটেছে। যেহেতু তুহিন ভাই সারাদিন মেইন গেইটেই থাকে আর মাঝে মাঝে আমাদের ফায়ফরমায়েশ খাটে (যদিও আমরা কেউই প্রেশার দিতাম না। ইনফ্যাক্ট আমাদের ছোট্ট অফিসের বিশালদেহী বসও আমাদের চা বানিয়ে এবং রান্না করে খাইয়েছেন)।
তুহিন ভাই আমার প্রশ্নের উত্তর দিলেন "স্যার ওই ছেলেটা রাস্তার পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল। পুলিশের গাড়িটা যখন ওভারটেক করতে যাচ্ছিল তখনই সামনে থেকে একটা ইজি বাইক চলে আসে আর পুলিশের গাড়ি বামে চাপায়ে দেয়, তখনই পুলিশের গাড়িটা ধাক্কা দেয় সাইকেলকে"।
এরপরের ঘটনাটাতো আপনারা জানেনই। ১০-১৫ মিনিট বাক-বিতন্ডার মাঝে পুলিশের সদস্যরা অনেকবার ছেলেটাকে বোঝানোর চেষ্টা করেছে, বোঝাতে না পেরে ক্ষমা চেয়ে অন্যদের সহযোগীতায় স্থান ত্যাগ করে।
এখন আপনার প্রশ্ন হচ্ছে এই ধাক্কা আপনি খেলে কী ব্যবস্থা নেবেন। প্রথমত আর্মি এ্যাক্টের বাইরের মানুষদের জন্য আমাদের ফৌজদারী কার্যবিধিই যথেষ্ট।
আর্মি পার্সন ব্যতীত প্রত্যেক ব্যক্তিই এই আইনের আওতাভুক্ত। তার মানে আপনি চাইলেই সংশ্লিষ্ট পুলিশ সদস্য বা ইউনিটের নামে মামলা করতে পারবেন। সেক্ষেত্রে বেশ কয়েকটা মামলাও হতে পারে।
পুলিশ সদস্য যদি পিএসসি এর আওতাভুক্ত হন অর্থ্যাৎ বিসিএস পুলিশ ক্যাডার হন, তাহলে তার বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য বা অভিযোগ করার জন্য বেশ বেগ পোহাতে হবে আপনাকে। সেক্ষেত্রে আপনার ক্ষতির মাত্রা কম হলে ক্যাডারদের বিরুদ্ধে মামলা না করে মিউচুয়াল ক্ষতিপূরণের ব্যবস্থা করাই ভালো হবে।
কারণ বিসিএস পুলিশ থেকে আসা পুলিশ সদস্যরা যেহেতু কর্ম কমিশনের থেকে সুপারিশপ্রাপ্ত এবং তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রানলায়ের আওতাভুক্ত, সেক্ষেত্রে আপনাকে কোন বিসিএস পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ করতে হলে সংশ্লিষ্ট দফতর সমূহের সহযোগীতা লাগবে। তাছাড়া কোন জুনিয়র অফিসার তাদের বিরুদ্ধে মামলা নিতেও চাইবে না।
উর্ধতন কর্মকর্তাদের ক্ষেত্রে আইজিপি সেলে কমপ্লেইন করতে পারেন, আর আউটসাইড ক্যাডার কর্মকর্তা বা সদস্য হলে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার বরাবর আবেদন করতে পারেন।
khadiza publisher