Answered 2 years ago
আমি জানি না আপনার এই প্রশ্নের উত্তর আদৌ কেউ দিতে পারবেন কি না। আমিও পারব না। কেন পারব না সে বিষয়ে কিছু কথা।
আসলে ভারত এক বিশাল দেশ, তার রাজ্য সংখ্যাও অনেকগুলি। তাই কেউ চাইলেই এই দেশের পুরোটা অত সহজে দেখে উঠতে পারবেন না। এর জন্য অর্থের পাশাপাশি বহু সময়েরও দরকার। এ দেশে পাহাড়, অরণ্য, সমুদ্র, মরুভূূমি, শহর, মহানগর, ঐতিহাসিক জনপদ, স্থাপত্য, ভাস্কর্য, শিল্প, দ্বীপ, শৈলশহর ইত্যাদি নানা কিছু দেখার আছে। তাছাড়া একজন মানুষের এই সব কিছু ভাল না লাগতেই পারে। তাই আপনি আগে ঠিক করে নিন কি কি কত দিন ধরে দেখবেন। তার ভিত্তিতে খরচের হিসেব করে দেওয়া সহজ হবে। সব খরচ নিয়ে মোটামুটি দিনপ্রতি মাথাপিছু ১,৪০০-১,৭০০ টাকা ধরে হিসেব করতে পারেন। মানে ২০ দিন ধরে বেড়ালে ২৮,০০০-৩৪,০০০ টাকার মতো লাগবে।
যদি দলবেঁধে যান তাহলে এই খরচ কিছুটা কম হবে। এবারে আপনি নিজেই আপনার সময় ও অর্থের বাজেট ঠিক করুন।
sinjonkhan publisher