পুরুষ ও মহিলা ওয়াশরুম আলাদা রাখা হয় কেন?

1 Answers   11.8 K

Answered 2 years ago

লিঙ্গভিত্তিক ওয়াশরুমের ধারণা বেশিদিন আগের না। ১৭৩৯ সালে প্রথম লিঙ্গভিত্তিক ওয়াশরুমের ব্যবহার দেখা যায়। তবে বেশিরভাগ স্থাপনা পুরুষবান্ধব করে তৈরি করা হত, একারণে নারীদের অনেক সময় আপত্তিকর পরিস্থিতিতে পড়তে হত। ধীরে ধীরে নারীবান্ধব ওয়াশরুমের সংখ্যা ও জনপ্রিয়তা বাড়তে থাকে। একসময় নারী পুরুষের আলাদা ওয়াশরুম হবে এটাই স্বাভাবিক মনে হতে থাকে।

এই সমস্যার চমৎকার একটা সমাধান অনেকদিন কেউ চিন্তা করেনি। যদি কোন ওয়াশরুম নারীবান্ধব হয় ওই ওয়াশরুম সবাই ব্যবহার করতে পারে। এই ধারণা থেকে একসময় ইউনিসেক্স বাথরুমের আবির্ভাব হয়। আস্তে আস্তে প্রতিবন্ধীবান্ধব, পরিবারবান্ধব ওয়াশরুমেরও আবির্ভাব হয়। পরিবারবান্ধব ওয়াশরুমে বাচ্চার ডায়াপার বদলানোর ব্যবস্থা থাকে। প্রতিবন্ধীবান্ধব ওয়াশরুমে হুইলচেয়ার ব্যবহারকারী দের নিজ থেকে কমোডে ওঠা বসার জন্য বিশেষ হাতল থাকে, কোন সমস্যায় পড়লে সাহায্য চাওয়ার জন্য বাটন থাকে, যা চাপ দিলে সাহায্যের জন্য কেউ এসে পড়ে।

আস্তে আস্তে ইউনিসেক্স ওয়াশরুম রাখা হচ্ছে অনেক জায়গায়। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তাম ওখানে সব ধরণের ওয়াশরুমই ছিল। অনেক মেয়েরাই ইউনিসেক্স ওয়াশরুম ব্যবহার করত। কমন ওয়াশরুমে অবশ্য ইউরিনাল (দাড়িয়ে প্রসাব করার জাগা) থাকত না, আর প্রতিটা ওয়াশরুমে স্যানিটারী প্যাড ফেলার ব্যবস্থা থাকত। আমার অফিসেও সব ওয়াশরুম ইউনিসেক্স ওয়াশরুম, এর মধ্যে একটা হুইলচেয়ার বান্ধব।

জাপানের একটা ওয়াশরুম যা সব ধরণের মানুষেরর ব্যবহার উপযোগী

প্যারিসের রাস্তার একটা পাবলিক টয়লেট যা ইউনিসেক্স

অনেক দেশেই ওয়াশরুম লিঙ্গভিত্তিক করা বাধ্যতামূলক না, তবে অবশ্যই সব পাবলিক প্লেসে অন্তত একটা ওয়াশরুম হুইলচেয়ার বান্ধব রাখতে হয় । সুইডেনেও ইউনিসেক্স ওয়াশরুম খুব সাধারণ বিষয়

Rion Ahmed
violet.robel387
237 Points

Popular Questions