Answered 2 years ago
নারীরা কখনোই ব্যার্থ হয় না। হেরে গিয়েও তারা জয়ী হয়। কারণ, নারীরা যতই বাহাদুরী দেখাক না কেন, তাঁদের পুরুষের সংরক্ষণেই থাকতে হয়। পুরুষ নারী পরস্পরের পুরক। কন্যাকে পিতার সংরক্ষণ করে কন্যা সেবা করে, স্ত্রীকে স্বামী সংরক্ষণ করে স্ত্রী স্বামীর সহযোগিতা করে, এবং মাতাকে পুত্র সংরক্ষণ করে কারণ, এটাই ধর্ম। এটাই একটি সভ্য সমাজের সাভাবিক নিয়ম। আর যারা কোনো পুরুষের সংরক্ষণ পায় না তারা হয় বেশ্যা কিংবা অসভ্য সমাজের বসবাসকারী। নারীদের ব্যর্থতা পুরুষের ব্যর্থতা।
chayan524 publisher