পুকুরের বা নদীর মাছ কিভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে ?
0
0
1 Answers
10.6 K
0
Answered
1 year ago
ইলিশ মাছ স্বল্পপ্রাণ। পানি থেকে তোলার কিছুক্ষণ পরেই মারা যায়। ট্যাংক বা অ্যাকুরিয়ামে বাঁচিয়ে রাখা সম্ভব নয়।
তবে জ্যান্ত ইলিশ মাছ দেখা সম্ভব যদি আপনি জাল থেকে তোলার সাথে সাথে দেখেন। আমি সর্ব প্রথম ইলিশ মাছ দেখেছি ২০১৬ তে, রাজবাড়ীর পদ্মায়। ঐ সময়ে আমি রাজবাড়ী জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলাম। ইলিশ ধরা বন্ধের মৌসুমে অবৈধ ইলিশ ধরার বিরুদ্ধে নদীতে অভিযান পরিচালনা করা হয় ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে । এমন এক অভিযানে জালসহ ইলিশ মাছ নৌকায় টেনে তুলেছিলাম। জীবিত মাছ। নৌকার উপরে সবগুলো লাফাচ্ছে। সেই প্রথম জীবিত ইলিশ দেখা।
debjit publisher