পিরিয়ডের দুই একদিন আগ থেকে এবং পিরিয়ডের মধ্যে আমার স্তনে ব্যথাকরে। কেন এরকম ব্যথাকরে? আমাকে কি ডাক্তার দেখাতে হবে? (আমি অবিবাহিত)

1 Answers   12.5 K

Answered 2 years ago

যদি তাই হয় তবে আপনার করনীয়-

    দুশ্চিন্তামুক্ত থাকুন, এতে ভয়ের কিছু নেই। ব্যাথার সময়ে গরম শেক দিবেন।
    Cap Eprim plus(1000 মি গ্রা) ১+০+১—১৫দিন। প্রতিবার মাসিকের ১০ দিন আগে থেকে শুরু করবেন। পর পর ৩ মাস।
    cap Evit soft(200mg) 0+1+0—--৩মাস।

ধন্যবাদ, ভাল থাকুন।

Abbas
abbas
320 Points

Popular Questions