পিঁপড়ের মৃত্যুর পর কী হয় ?

1 Answers   9 K

Answered 1 year ago

পিঁপড়ের মৃত্যুর পর দুদিন পর্য্যন্ত অন্য পিঁপড়েরা বুঝতেই পারেনা যে তাদের এক সাথী মারা গেছে ।দুদিন বাদে যখন দেহ পচতে শুরু করে তখন তা থেকে Oleic acid নামে একটি যৌগের নিঃসরন ঘটে । এটিতে সকলে বোঝে যে ঐ পিঁপড়েটি মৃত । তখন আবর্জনার মত তারা দেহটিকে মৃতের স্তূপে নিক্ষেপ করে যেখানে দেহটি ক্রমশ পচে যায় ।
Nahiyan Bin Josim
nahiyan
315 Points

Popular Questions