পিঁপড়ের মৃত্যুর পর দুদিন পর্য্যন্ত অন্য পিঁপড়েরা বুঝতেই পারেনা যে তাদের এক সাথী মারা গেছে ।দুদিন বাদে যখন দেহ পচতে শুরু করে তখন তা থেকে Oleic acid নামে একটি যৌগের নিঃসরন ঘটে । এটিতে সকলে বোঝে যে ঐ পিঁপড়েটি মৃত । তখন আবর্জনার মত তারা দেহটিকে মৃতের স্তূপে নিক্ষেপ করে যেখানে দেহটি ক্রমশ পচে যায় ।
nahiyan publisher