পাড়ার কাকীমারা ফুল চুরি করে নেয়, আটকানো যায় কীভাবে?

1 Answers   7.4 K

Answered 2 years ago

কোন কাকীমা ফুল চুরি করছেন তাকে সনাক্ত করুন।

তারপর খোঁজ নিন ওনার জন্মদিন বা বিবাহবার্ষিকী কবে।

কিছু সস্তা কিন্তু বহুবর্ষজীবী ফুলের চারা (যেমন জবাফুল) কিনে আনুন/ বাড়িতে বানান।

আপনি আপনার সঙ্গপাঙ্গকে সঙ্গে নিয়ে ওই ফুলের চারা নিয়ে ওনার বাড়ি চলে যান।

গিয়ে বলুন- "এই যে কাকীমা, শুভ জন্মদিন/বিবাহবার্ষিকী। আমি দেখেছি আপনার ফুল খোঁজতে অনেক কষ্ট হয়, পুরো পাড়া জুড়ে ঘুরে বেড়াতে হয়, আবার লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলতেও পারেন না। তাই আপনার জন্য এই ছোট্ট উপহার! এখন আপনার বাড়িতেই ফুলের বাহার হবে, আর কোনো চিন্তা নেই! যাইহোক, সকাল থেকে পেটটা ভর্তি ভর্তি লাগছে, বেশি কিছু তো আর খেতে পারবো না; ওই হালকা ফুলকা মিষ্টিমুখ করিয়ে দিন আমাদের"!

ব্যাস, আপনার সমস্যার সমাধান হয়ে গেল! হ্যাঁ, মনে রাখবেন, দামি মৌসুমী ফুল একদম নিয়ে যাবেন না! ততটাকার ফুল ই দেবেন যত টাকার মিষ্টি আপনি ও আপনার সাঙ্গপাঙ্গরা খেতে পারবে!

আর হ্যা, চারা দেওয়ার আগে খেয়াল করবেন উনি কানে দুল পড়েছেন কি না! কানকাটা লোকেদের ওপর এই টোটকা একদম কাজ করবে না!


Rahat Ahmed
rahatahmed
419 Points

Popular Questions