পাহাড়ে কি সেনাবাহিনী সত্যিই গণহত্যা চালিয়েছিল? কারণ বিভিন্ন লেখক এবং আদিবাসীরা এই দাবিটা করে থাকে। আর পাহাড়ে কেন উদ্বাস্তু বাঙালিদেরকে পুনর্বাসন করা হয়েছিল?

1 Answers   11.3 K

Answered 2 years ago

আপনি কি মনে করেন মিয়ানমার রোহিঙ্গা মুসলমানদের ওপর অত্যাচার করা কোথায় শিখেছে?

এটা বাংলাদেশ থেকে!

পার্বত্য অঞ্চলগুলি মঙ্গোলীয় বংশোদ্ভূত সংখ্যালঘু নৃ-গোষ্ঠীর কবরস্থান।

বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশে সত্য প্রচারের জন্য স্বাধীন মিডিয়া নেই। এই মঙ্গোলীয় জাতিগত সংখ্যালঘুরা বাংলাদেশী মুসলমানদের হাতে কতটা ক্ষতিগ্রস্থ হয়েছিল তা বেশিরভাগ লোকেরই ধারণা নেই।[1] এমনকি তথাকথিত প্রগতিশীল রাজনৈতিক দল আওয়ামীলীগ জনসংখ্যাগত পরিবর্তন আনতে মূল ভূখণ্ডের বাংলাদেশীদের দিয়ে তাদের জমি পূরণ করার চেষ্টা করছে।

ঠিক আছে, আমরা হিন্দুরা না হয় দুষ্ট, বর্ণবাদী, ভারতের দালাল, মুসলিম বিদ্বেষী ইত্যাদি, তাই তারা আমাদের সহ্য করেনি।[2] কিন্তু এই নিরীহ Chakma, Marma, Khasia দের জাতিগত-গণহত্যার কী হবে (যারা নিজেদেরকে শুধুমাত্র পাহাড়েই সীমাবদ্ধ করে রেখেছে, কখনো বাংলাদেশীদের ক্ষতি করেনি) ?

আর পার্বত্য অঞ্চলের লোকেরা যখন অস্ত্র তুলে নেয়?

China আক্রোশের ভয় যখন বাংলাদেশীদের ঘিরে ধরে তখন "পার্বত্য শান্তি" চুক্তি করে!! এবং কয়েক বছর যেতে না যেতেই বিশ্বাসঘাতক এর মত পিছন থেকে ছুরি মারে

Jamal Ahsan
Jamal Ahsan
530 Points

Popular Questions