পার্শ্ববর্তী দেশ ভারতে চিনির দাম প্রতি কেজি ৫০ টাকা হলেও, আমাদের দেশে প্রতি কেজি ১৪০ টাকা কেন?

1 Answers   14.3 K

Answered 1 year ago

বিসমিল্লাহির রহমানির রহীম।। জনাব বাংলাদেশে এখনো ১৫ টি চিনিকল আছে এবং বাংলাদেশের চিনির চাহিদা অনেকাংশে নিজ দেশ কর্তৃক পূরণ করার সক্ষমতা আমাদের আছে। কিন্তু এই ১৫ টি চিনিকলের মধ্যে ৬ টি চিনিকল লোকসানের দোহাই দিয়ে বর্তমান সরকার বন্ধ করে দিয়েছে। চালু থাকা ৯ টি চিনিকলের ২০২২-২০২৩ অর্থবছরে উৎপাদন ২১,৩১৩.২৫ মেট্রিক টন যেখানে প্রতিবছর বাংলাদেশের মানুষের চিনির চাহিদা প্রায় ২০ লক্ষ মেট্রিক টন!!! এখন, বাকী বিশাল পরিমাণ চিনি আমাদের আমদানি করতে হয়। যেমন, এই বছরের জানুয়ারি এবং ফেব্রুয়ারী মাসে বাংলাদেশ সরকার প্রায় ৩.২৮ লাখ টন চিনি আমদানি করে। কিন্তু আসল কথা হলো, আসলেই কি আমাদের দেশে একদম চিনি উৎপাদনই করা যায় না! আমাদের কি কাঁচামাল নেই! সত্য কথা হলো, আমাদের কাঁচামাল পর্যাপ্ত পরিমাণে আছে এবং চিনি উৎপাদন করে চিনির দাম নাগালের মধ্যে আনা যেতো যদি বর্তমান সরকারের সৎ উদ্দেশ্য থাকতো। বাংলাদেশের সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২৩ বছরে চিনির এবারই সবচেয়ে কম উৎপাদন হয়েছে। বিভিন্ন বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের বর্তমান আওয়ামীলীগ সরকার বাকী ৯ টি চিনিকলও বন্ধ করার পরিকল্পনা করছে। ভাইজান, আওয়ামিলীগের হাতটা মনে হচ্ছে কোনো ডাইনি বা পিশাচিনীর হাত, দেশের যে শিল্প কে ধরছে একদম ধ্বংস করে দিছে; যার প্রকৃত উদাহরণ হিসেবে দেশের পাটকলগুলার দিকে তাকান। এজন্য এখন ৬৬% বাড়তি দামে ১৪০ টাকা দিয়েই চিনি কিনে খেতে হবে, কি আর করার!
Rayhan Rafi
rayhanrafi
344 Points

Popular Questions