Answered 2 years ago
কেন, দুটো কি একসাথে হওয়া সম্ভব নয়? এক কাজ করুন, পশ্চিমবঙ্গের যেকোনো জনবহুল জায়গায় ১০ টা টাকা রেখে একটা ছোট ঢিল চাপা রেখে চলে যান। ১৫ মি: পরে ফিরে আসুন, দেখবেন টাকা পাবেন না। কি বুঝলেন? কেউ একজন বা একাধিক লোক টাকা নিয়েছে এবং বাকিরা সাক্ষী হলেও মুখ খুলবে না। হ্যাঁ, এমনকি ১০ টাকার মত সামান্য পয়সাতেও ওই অবস্থাই হবে।
এ থেকে কি বুঝলেন? সমাজে সততার সাধারণ কাঠামোটা নষ্ট হয়ে গেছে। চোর তো চোরকেই সমর্থন দেবে, ওই নির্বাক সাক্ষীদের মত, সমর্থকেরা আশা করবে তাদের ছেলে মেয়েরা মন্ত্রী হলে ওর চাইতে বেশি লুটবে।
Arif Khondokar publisher