পারমাণবিক হামলা অথবা যুদ্ধ যদি শুরু হয়, তাহলে কোন দেশের মাধ্যমে শুরু হবে বলে মনে হয় (আমি : উত্তর কোরিয়া)?

1 Answers   10.4 K

Answered 3 years ago

উত্তর কোরিয়ার ঠেকা পড়েছে আগ বাড়িয়ে পারমাণবিক হামলা করার?

আগ বাড়িয়ে কেউ পারমানবিক হামলা চালালে ৯০% সম্ভাবনা সেটা হবে যুক্তরাষ্ট্র(অবশ্যই কোন পারমানবিক বোমাধারী দেশে নয়)।

যুক্তরাষ্ট্র ব্যাতীত অন্য কেউ একাজ করলে সবাই মিলে সেই দেশের উপর ঝাঁপিয়ে পড়বে।আর যুক্তরাষ্ট্র করলে বিবিসি,আল-জাজিরার মতো চ্যানেলেগুলো ২-৩ দিন হালকা নিউজ করবে। ১ম দিন পরিবেশবাদী কিছু সংস্থা কিছু দেশে মার্কিন দূতাবাসের সামনে মানব বন্ধন করবে। ২য় দিন জাতিসংঘের মহাসচিব তীব্র নিন্দা জানাবে।তারপর ৩য় দিন থেকে বিশ্ব স্বাভাবিক নিয়মে চলবে।

Srijon
srijon
241 Points

Popular Questions