পানি দিয়ে কি গাড়ি চালানো যাবে?

1 Answers   5.1 K

Answered 2 years ago

পানি দিয়ে কোন ধরণের গাড়ি চালানো যাবে না। গাড়ি চালানোর জন্য সাধারণত সঠিক সম্পদগুলি প্রয়োজন হয়, যেমন চালক, ইঞ্জিন, পাওয়ার স্টিয়ারিং, ব্রেক, টায়ার ইত্যাদি। পানি দিয়ে কোন গাড়ি চালানোর ক্ষেত্রে, যেহেতু গাড়ির চালক কোনো প্রকার পাওয়ার স্টিয়ারিং বা ব্রেক সিস্টেম না ব্যবহার করেন তাই সে পানির উপর পাওয়ার কতটা উত্সর্গ করতে পারবেন তা খুব কম। আর একটি গাড়ির চালক একটি স্থানে ধাবি দিয়ে গাড়ি চালানো যাবে না কারণ পানির স্থলস্থান পরিবর্তন করতে হবে।

Roton Hossain
rotonhossain
135 Points

Popular Questions