পানির উপাদানে যদি অক্সিজেন থাকে, তাহলে শত শত মানুষ পানিতে ডুবে অক্সিজেনের অভাবে মারা যায় কেন?

1 Answers   8 K

Answered 2 years ago

পানির উপাদানে যদি অক্সিজেন থাকে, তাহলে শত শত মানুষ পানিতে ডুবে অক্সিজেনের অভাবে মারা যায় কেন? কিন্ত একজন মানুষ পানির নিচে সর্বোচ্চ দুই মিনিট সুস্থ থাকতে পারে। এরপর তাকে যদি পানির নিচে রাখা হয় সে পানিতে শ্বাস নেওয়ার চেষ্টা করবে, চার-পাঁচ মিনিটের মধ্যে ফুসফুস পানিতে ভর্তি হয়ে সে মারা যাবে।


Azim
azim
301 Points

Popular Questions