Answered 2 years ago
পাত্রী দেখতে গিয়েছেন শরবত, চা, বিস্কুট, মিষ্টি খেয়েছেন সেটা দেখে, মেয়ের মা ফটর ফটর করে, আপনি কি চিজ সেটা পরীক্ষা করে দেখছিলেন। কারন একটা মেয়েকে সারা জীবনের জন্য আপনার হাতে তুলে দেয়া হবে, সেটা পরীক্ষা করে আপনাকে বাজিয়ে দেখে নিতে হবে। তারপর চিন্তা-ভাবনা করা হবে আপনাকে মেয়ে দেয়া হবে কিনা। আপনি মেয়ের উপযুক্ত কিনা, আপনি মেয়েকে খাওয়া পড়া বহন করতে পারবেন কিনা। আপনার পরিবার কি রকম, আপনার আত্মীয়-স্বজনরা কি রকম। আপনার বন্ধুবান্ধব, যাদের সাথে ওটা বসা করেন কি রকম। কি রকম পরিবেশে বসবাস করেন এগুলো যাচাই করে দেখার দরকার আছে। বিয়ে যখন করবেন খালি হাতে তো করবেন না, কিছু না কিছু তো দিতেই হবে, তার জন্য উপযুক্ত কিনা সেটাও দেখতে হবে। মানুষের চাহিদা তো শেষ নেই। আমি অনেক ছেলেদের ইন্টারভিউ নিয়েছি,অনেকের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আছে তাদের কাছে। কিন্তু বাস্তবিক অভিজ্ঞতা তাদের মধ্যে অনেক পার্থক্য। যেমন অ্যাটিচুড, বডি ল্যাঙ্গুয়েজ, পার্সোনালিটি। অনেকে আবার সার্টিফিকেট অনুযায়ী মাইনে ডিমান্ড করে থাকেন। তাই মেয়ের মা ও আপনার মধ্যে এসব পরীক্ষা করে দেখছিলেন। আপনি কতটা যোগ্য সম্পন্ন এবং আপনার ডিমান্ডটা কি আছে।আপনি একটু চিন্তা করুন যদি আপনার কোন বোন থাকে যদি বিয়ের উপযুক্ত হয়, যদি পাত্রপক্ষ আপনার বোনকে দেখতে আসে আপনার এবং আপনার পরিবারের করনীয় কি।
ধন্যবাদ, কিছু মনে করবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন।
aymansadiq publisher