Answered 2 years ago
নারী এবং পুরুষের যোগ্যতা পরিমাপ করার জন্য ভিন্ন কোনো প্রশ্ন করার তেমন প্রয়োজন আছে বলে মনে হয় না৷ পাত্র যে প্রশ্নগুলো পাত্রীকে করতে পারেন সেই একই প্রশ্নগুলো পাত্রীও পাত্রকে করতে পারেন৷ এরকম কিছু প্রশ্ন যেগুলো দিয়ে মানুষকে বেশ ভালোভাবেই বিচার করা যায় সে প্রশ্নগুলো হল-
১. আপনি কি কুরআন তিলাওয়াত করতে জানেন?
২. কুরআন মাজিদের কতটি সুরা আপনার মুখস্থ আছে?
৩. আমাকে অমুক সুরাটি শোনাতে পারবেন দয়া করে?
৪. আপনি কতটি সুরা অর্থসহ বলতে পারেন?
৫. আপনি কি নিয়মিত সালাত আদায় করেন?
৬. সালাতের সব নিয়ম কানুন কি আপনার জানা আছে?
৭. আমাকে অমুক সালাতের নিয়মগুলো বলতে পারবেন দয়া করে?
fensinahar publisher