Answered 2 years ago
একটা এ্যাপের সাথে অনেক কিছু জড়িত থাকে। তাছাড়া প্লাটফর্ম এর কথা উল্লেখ করেন নি। আবার সম্পুর্ন প্রোডাক্ট হিসেবে খরচ জানতে চান নাকি মেইন্টেনেন্স সহ তাও উল্লেখ করেন নি। তাই খরচ বলাটা কঠিন। তবে ধরে নিচ্ছি আপনি সব মোবাইল প্লাটফর্ম এর জন্যই বানানোর খরচ জানতে চাচ্ছেন। সে হিসেবে ১৫ থেকে ২০ লাখ টাকার মত খরচ হতে পারে।
nahimakhatun publisher