Answered 2 years ago
একদম ই না।
একটি পাওয়ার এডাপ্টার যখন আপনি এসি প্লাগে লাগান তখন এর ভেতরের সার্কিট এসি কারেন্ট কে ডিসি কারেন্টে রূপান্তর করে এবং সেই ডিসি কারেন্ট আপনার ফোনের ব্যাটারি কে চার্জ করে।
একটি পাওয়ার ব্যাংক এর আউটপুট পোর্ট থেকেও এডাপ্টার এর আউটপুট এর মতোই ডিসি আউটপুট পাওয়া যায় সেজন্যই ফোনের কোনো ক্ষতি হয়না। তবে ফোন স্লো বা ফাস্ট চার্জ হওয়া নির্ভর করে আপনার এডাপ্টার বা পাওয়ার ব্যাংক টি কত ওয়াট আউটপুট দিচ্ছে তার উপর।
shuhanur0575 publisher