Answered 2 years ago
অসম্ভব না। কিন্তু তাই বলে যদি আপনি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যান ওয়েবসাইট হ্যাক করবেন বলে, তাহলে কিন্তু হবে না। আপনার প্রশ্ন থেকে বুঝা যাচ্ছে যে, আপনি হ্যাকিং সম্পর্কে আপনার বিন্দু মাত্র ধারণা নাই। এবং এটাই আপনার স্পষ্ট জানা থাকা উচিৎ। যখন এটা জেনে যাবেন, তখনই বুঝতে পারবেন আপনার কি কি জানা দরকার।
এখন হ্যাকিং বিষয়ে আসি। সাইবার সিকিউরিটি অনেক বড় একটা ডোমেইন। এখানে অনেক ধরণের কাজ আছে। যেকোনো একটা কাজের মাধ্যমেই আপনি নিজের ক্যারিয়ার গড়ে ফেলতে পারবেন। হ্যাকিং তাদের মধ্যে অন্যতম। হ্যাকিংয়ের নির্দিষ্ট কোনও কাজ নাই। প্রতিটা স্টেপই সিচুয়েশনের উপরে নির্ভর করে। সেই হ্যাকিংয়ে আপনি প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারেন। তার মানে এই না যে আপনার সব সময় কোনও না কোনও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার পড়বে হ্যাকিংয়ের জন্য।
নিচে আপনাকে আমি একটা সাইবার সিকিউরিটি ম্যাপ দিচ্ছি, যেটা দেখলে আপনার কিছুটা ধারণা হবে সেই সম্পর্কে।
abuhuraira publisher