Answered 2 years ago
আমি কখনও কারো মোবাইল ধরি না। অন্যের মোবাইল কেন ধরবো? আমার কিউরিসিটি খুব কম। মোবাইল খুবই ব্যাক্তিগত ব্যাপার। অন্যের ব্যাক্তিগত বিষয় জানার আমার কোনো ইচ্ছা নেই। আমার পরিবারে ১১ জন সদস্য। আমি কোনোদিন কারো মোবাইল ধরি নাই। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব তো দূরের কথা। কোনোদিন আমি কারো মোবাইল ধরবো না। আবার কেউ আমার মোবাইল ধরলে সেটাও আমি পছন্দ করি না। এমন কি আমি আমার স্ত্রীর মোবাইলও কখনও ধরি না। অন্যের মোবাইল ধরা বাজে অভ্যাস। কুরুচির পরিচয়।
rahatahmed09 publisher