Answered 2 years ago
কারণ ইরান মুসলিম বিশ্বের একমাত্র দেশ, যা পশ্চিমাদের বিরুদ্ধে অবস্থান করছে।
যদি কারও বিশ্ব রাজনীতি সম্পর্কে খুব অল্প জ্ঞানও থাকে তাহলেও সে বলে দিতে পারবে যে, বর্তমানে মুসলমানদের অধিকার রক্ষা করার জন্য যদি কোনো দেশের সরকার লড়ে যাচ্ছে, তাহলে সেই দেশ হলো ইরান। ইরান একমাত্র রাষ্ট্র যেটি ইসরাইলিদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সাহায্য করছে। ইরান বাদে কয়েটি দেশ সাধারণ ফিলিস্তিনিদের হয়ে লড়াই করছে বলুন তো? এমনকি ফিলিস্তিনের সরকারও ফিলিস্তিনিদের উপর অত্যাচারের কোনো প্রতিবাদ করে না।
কুয়েত ও আরব আমিরাত প্রকাশ্যে ইসরাইলকে সমর্থন দিচ্ছে। সৌদি আরব ও পাকিস্তান গোপনে ইসরাইলিদের সমর্থন দিচ্ছে। আর এদিকে সাধারন ফিলিস্তিনিরা অভাবে-সংকটে ভুগছে, বর্বর ইসরাইলিদের অত্যাচারের শিকার হচ্ছে। এমন দুঃসময়ে তাদের সাথে দাঁড়িয়ে থাকা দুটি মাত্র নাম হলো হামাস আর ইরান। কারণ তারাই ইসরাইলি যাযাবর গুলোর সাথে প্রতি মুহূর্তে জিহাদ করে যাচ্ছে।
পশ্চিমা বিশ্ব ইসরাইল নিয়ন্ত্রিত (কেন সেটা সবাই জানে)। তাই “যে ইসরাইলের শত্রু সে পশ্চিমাদের শত্রু” এই মনভাব নিয়েই পশ্চিমারা তাদের কূটনীতি চালায়। তাই, পশ্চিমাদের ইরান নিয়ে এত মাথা ব্যথা।
Irin Islam publisher