Answered 2 years ago
সত্য সবসময় তিক্ত। ২টো ম্যাচ জিতে ৮ ম্যাচ হেরে যাওয়া দলের জনপ্রিয়তা কি কোথাও থাকে? আর বাংলাদেশ দলের কিছু সমর্থকদের আচার-আচরনও এক একসময় বিরক্তিকর পর্যায়ে পৌঁছে যায়। ওই তো ল্যাজামুড়োহীন দল ১০ টা খেললে কষ্ট করে ২টো জিতবে তারা নাকি টাইগার , তাদের হারাতে নাকি ষড়যন্ত্র করতে হয়,চুরি করতে হয়।এই অসভ্য বর্বর সমর্থকদের মতে সবাই নাকি ফিক্সড ম্যাচ খেলে।তাও সেটা নাকি একটা চতুর্থ শ্রেনীরও নীচের এই দলকে আটকাতে। তাই দলের হারা আর শেখা শেষ হলে আর সমর্থকেরা সভ্যতা শিখলে তারপর তারপর না হয় ভাবা যাবে।
আর পশ্চিমবঙ্গ তো ভারতের অংশ। বহু বাংলাদেশীর মতে ভারত হারলে নাকি ঈদ ঈদ মনে হয়, তারপর ম্যাচ যারযার ভারত হারলে নাকি উৎসব সবার।মনে আছে ২০১৬ টি২০ বিশ্বকাপ সেমিফাইনালে ভারত হারার পর মুশফিকুর রহিমের উচ্ছ্বাস। তাহলে কি করে পশ্চিমবঙ্গে বাংলাদেশ ক্রিকেট দল জনপ্রিয় হতে পারে? আর আরো বড়ো কথা যখন বাংলাদেশের ম্যাচ এখানে কেউই দেখেনা।
taskinahmed publisher