Answered 2 years ago
কোন দেশের রাষ্ট্রপতি?
মজার ব্যাপার এই যে পশ্চিমবঙ্গে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ তিনটি দেশেরই রাষ্ট্রপতি জন্মগ্রহণ করেছেন এবং উপমহাদেশের ইতিহাস যে কতটা একে অপরের সাথে ওতপ্রোতভাবে যুক্ত তা বোঝা যায়।
১৮৯৯ সালের ১৩ নভেম্বরে মুর্শিদাবাদের জন্ম ইস্কান্দার মির্জার। উনি পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি হন ১৯৫৬ সালে.. ওঁর রাজনৈতিক জীবনের চরম ভূল যার ফলে শেষ জীবনে দূর্ভোগ এবং শেষে তেহরানে কবর পাওয়ার ইতিহাস পড়ে দেখতে পারেন।
১৯০৬ সালের ১ মার্চে বীরভূমের লাভপুরে জন্ম আব্দুস সাত্তার বাংলাদেশের রাষ্ট্রপতি হন ১৯৮১ সালে, কিন্তু তা বেশিদিন টেকেনি।
১৯৩০ সালের ১ ফেব্রুয়ারিতে কোচবিহারের দিনহাটায় জন্ম হুসেইন মুহাম্মদ এরশাদ বাংলাদেশের রাষ্ট্রপতি হন ডিসেম্বর ১৯৮৩তে।
এবং ১৯৩৫ সালের ১১ ডিসেম্বরে বীরভূমের লাভপুরের মিরাটি গ্রামে জন্ম ভারতবর্ষের ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, যাঁর বিশাল রাজনৈতিক কেরিয়ারে প্রথম রাজ্যসভা আসনগ্রহণ ১৯৬৯ সালে!
সুতরাং আপনার প্রশ্নের জবাবে বলা যায়, সময়ের ক্রমাঙ্কে পশ্চিমবঙ্গজাত প্রথম বাঙালি রাষ্ট্রপতি ইস্কান্দার মির্জা।
masrafimortoza publisher