পর্দার কোন ব্যক্তিটিকে সুযোগ পেলে আপনার জীবনসঙ্গী করে নিতেন?

1 Answers   11.7 K

Answered 2 years ago

জীবনসঙ্গী করলে ওরা যদি আমাকে আমার সত্তা অনুযায়ী ভালো না রাখতে পারে তখন!

এমনিতে তো পারলে হৃত্বিক রোশান, রণবীর কাপুর, ক্রিস ইভানস এদের করতাম। কিন্তু ওদের সাথে আমার কোনোকিছুর মিল পরবে না। না আমি ওদের সমাজে চলতে পারবো, না ওরা আমার সমাজে চলতে পারবে। তো এইসব দিক ভাবলে আমি পর্দার কাউকেই আমার জীবনসঙ্গী হিসেবে চাই না।

কথায় বলে ক্রাশ,ক্রাশ হিসেবেই ভালো। আর পর্দার মানুষেরা পর্দায় ই সুন্দর।

ধন্যবাদ

Tasnim Ahmed
tasnimahmed
549 Points

Popular Questions