পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখার জন্য আপনার অভিজ্ঞতা থেকে কয়েকটি টিপস দিবেন?

1 Answers   8.4 K

Answered 1 year ago

পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখার জন্য কিছু টিপস হলো— পরীক্ষার আগের দিনটিতে লেখাপড়া ছাড়া অন্য কোনো কাজে মনোনিবেশ করবেন না। বিষয়ভিত্তিক topics গুলো ধরে ধরে পড়বেন, প্রয়োজনে নোট করবেন। যে topic আপনার আয়ত্ত হচ্ছে না তাতে বেশি সময় নষ্ট না করে তার সারসংক্ষেপ বুঝে নিজের মতো বানিয়ে লেখার চেষ্টা করুন। মনের মধ‍্যে এমন একটা ভাব আনুন যেন আপনি সব পারেন।🙃 ঘুমোতে যাবার আগে কি কি পড়েছেন তা একবার চিন্তা করুন কিন্তু বেশি রাত না জাগাই ভালো। পরীক্ষার হলে যাবার আগে topics গুলো আরো একবার রিভিশন দিতে পারেন। এতে নিজের মনে একটা শান্তি আসবে যে, 'না আপনি পারেন '। শিক্ষক পরীক্ষার প্রশ্ন দেওয়ার আগে মনে করে পানি অবশ্যই খেয়ে নেবেন। এর ফলাফল আপনি নিজেই লক্ষ‍্য করবেন। পরীক্ষার সময় নিজে যা পারেন তাই লেখার চেষ্টা করুন। অন‍্যের থেকে দেখে লেখার আসায় সময় নষ্ট করবেন না।
Tusfi Tasnim
tusfitasnim
285 Points

Popular Questions