Answered 2 years ago
পরীক্ষার হলে আমরা সবাই মোটামুটি কমবেশি নার্ভাস থাকি।আমাদের সিটি কোথায় পড়বে(সামনে না পিছনে), প্রশ্ন কেমন হবে হাবিজাবি সব ভাবনাচিন্তা।
এতো কিছু না চিন্তা করে মানসিক চাপ না নিয়ে শান্তিপূর্ণ ভাবে পরিক্ষা দেওয়া ভালো ফলাফলের জন্য ভীষণ জরুরী।
ওয়েল, কিছু বিষয় লেখার চেষ্টা করি যেগুলো পরিক্ষার হলে ফলো করে শান্তি ভাবে পরিক্ষা দিতে পারি —
১.অনেককেই দেখা যায় হলে গিয়েই আগে বন্ধুদের সাথে গিয়ে আলোচনা করে প্রশ্ন কেমন হবে, কঠিন না সহজ, আজকে কোন স্যার গার্ড দিবে ইত্যাদি। এগুলা নিয়ে না ভেবে নিজ সিটে বসে মন মনে পড়াগুলো রিভিশন দেওয়া যায়।
২.প্রশ্ন পাওয়ার পর যেগুলো পারি ঐগুলো আগে দেওয়া। পরিক্ষা মানেই কনফিউজিং কোশ্চেন থাকবে,তাই ঐগুলো পরে ভালো করে চিন্তা করে উত্তর লিখতে হবে।
৩.পরিক্ষাতে টাইম ম্যানেজমেন্ট একটা বড় ফ্যাক্টর।পারা প্রশ্নগুলো আগে দিয়ে বাকিগুলো সময় ভাগ করে আনসার করে ফেলা।
farhanreza publisher