Answered 2 years ago
আমি দ্বিতীয় বর্ষে পড়াকালীন একজন বলেছিলেন, এই নে আমার ল্যাপটপটি ব্যবহার করে দেখা তো তুই কি শিখলি!
আমি বললাম ঠিক আছে। তারপর তার ডেস্কটপের একটা স্ক্রিনশট নিয়ে সেটাকে ওয়ালপেপার করলাম।
তারপর সব ডেস্কটপ আইকন গুলো হাইড করে দিলাম।এরপর টুকটাক এটা ওটা দেখিয়ে, লুচি আলুর দম খেয়ে বাড়ি চলে এলাম আপনি যদি না চান এরকম আপনার সাথে হয়, তবে কম্পিউটার সারাই করাতে টেকনিশিয়ান ডাকেন, প্রকৌশলীরা হার্ডওয়্যার সম্পর্কে ততটা অবহিত হন না।
rashedrimon publisher