পরমাণুতে ইলেকট্রন জোড়ায় থাকে কেন?

1 Answers   8.6 K

Answered 2 years ago

সহজ কথায় যখন চিন্তা করবেন তখন এভাবে ভাবার চেষ্টা করুন।

আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসগুলো স্থিতিশীল।

সব পরমাণু নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করতে চায়।কারণ তারা স্থিতিশীল হতে চায়। 

আমরা স্থিতিশীল কাঠামো লাভের দুইটা নিয়ম পড়েছি 

১. অষ্টক নিয়ম

২. দুই এর নিয়ম

অষ্টক নিয়মটা বলতে গেলে হিলিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য হয় না।

তাই বিজ্ঞানীরা দুই এর নিয়ম নিয়ে আসেন।

মানে সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রনসমূহ জোড়ায় জোড়ায় থাকবে।

এবং স্থিতিশীলতাও অর্জন করবে।

একদম সাধারণ কথায় মূল কারণ এটি।

বিস্তারিত আরো আছে তবে বুঝার জন্য এটিই আশা করি পর্যাপ্ত।

যদি একদম না বুঝেন তাহলে এই ছবিটি একবার দেখেন, জীবনেও এই প্রশ্নের উত্তর ভুলবেন না

Abdullah all Nafi
abdullahalnafi
261 Points

Popular Questions