Answered 2 years ago
আপনার স্বামীর এরকম আসক্তির কারণ কি তা খুঁজে বার করার চেষ্টা করুন।
তার মানসিক বা শারীরিক চাহিদা পূরণে কোন ঘাটতি আছে কিনা সেটা ভেবে দেখতে পারেন । যদি সত্যিই ঘাটতি থাকে তাহলে তা পূরণ করার চেষ্টা করুন।
আপনাদের কোন সন্তান থাকলে সেই সন্তানের প্রতি আপনি অবহেলার নাটক করতে পারেন। আপনার স্বামী ভদ্রলোক যদি সন্তানের প্রতি দায়বদ্ধ হন ,কর্তব্যপরায়ণ হন ,তবে আমি নিশ্চিত কিছুটা হলেও তার পরকীয়া আসক্তিতে সময়ের ভাটা পড়বে।
আপনার স্বামীর পরিচিত বন্ধুবান্ধব বা গুরুজনদের যার সঙ্গে আপনার সাবলীল সম্পর্ক আছে তাকে আপনি ঘটনাটা জানাতে পারেন তবে অত্যন্ত সতর্কতার সঙ্গে করবেন।
যার প্রতি আপনার স্বামী আসক্ত বলে আপনি অনুমান করেন তার পরিচিত লোকজনের মাধ্যমে আপনার স্বামীর সাংসারিক এবং সামাজিক অবস্থান কি সে ব্যাপারে জানাতে পারেন।
আমি উপরের যে পরামর্শ গুলো আপনার জন্য রাখলাম সেগুলো আমার নিজেরই একটু বোকা বোকা লাগে তার কারণ কাউকে কি জোর করে ধরে রাখা যায় না আটকে রাখা যায় তবে আমরা চেষ্টা করে দেখতে পারি।
বাস্তবিক পক্ষে আপনার স্বামীর এই যে রোগ আপনি লক্ষ্য করেছেন সেই রোগের অব্যর্থ ওষুধ হল স্ত্রীর পরকীয়া।
আপনি স্বাবলম্বী হন ।নিজের পায়ে মাথা উঁচু করে দাঁড়ান। দেখবেন আর যারা আপনার অবহেলা করছে অবজ্ঞা করছে ,আগামীতে তারাই আপনার কাছে মাথা নিচু করে প্রেম ভিক্ষা করবে।
Sakib23 publisher