পরকীয়া প্রেমের অনুভূতি কেমন? কারও জানা থাকলে, পরিণামসহ শেয়ার করতে পারেন কি?

1 Answers   6.3 K

Answered 2 years ago

জীবনে প্রথম প্রেমে পড়ে যেরকম অনুভূতি হয়, তারচেয়েও অধিক আকর্ষণ থাকে পরকীয়া প্রেমেতে l তাছাড়া পরকীয়া প্রেম যদি 35–50 বছরের কারো সাথে হয় তাহলে তো আকর্ষণর সীমা থাকে না l তারপর কেউ যদি x গফের মায়ের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে, তাহলে তো তার সোনায় সোহাগা l তবে 99% পরকীয়া প্রেমের ভেলিডেটি দুই থেকে তিন বছরের বেশি থাকে না বোধহয় l

হুট করে কারো সাথে প্রেম কিংবা পরকীয়ায় জড়িয়ে পড়া ঠিক নয় l তানাহলে পরিনাম খুব খারাপ হতেই পারে l আমরা যেমন কারো সাথে বন্ধুত্ত করতে যেভাবে একে অন্যকে বুঝতে চেষ্টা করি ঠিক সেরকম আগে যাচাই বাছাই করার পরেই পরকীয়া প্রেম করলে ভালো হবে নয়ত কখন কি হবে সেটা আগে থেকে বলা সম্ভব নয় l

পরকীয়া প্রেম খারাপ সেকথা আমি বিশ্বাস করিনা l কিন্তু অহেতুক পরকীয়া করা মোটেই ভালো না l সবকিছুতেই ভালো ও মন্দ মিশে থাকে l ঠিক সেরকম পরকীয়াতেও ভালো ও মন্দ জড়িয়ে আছে l

Mollah Selim
mollahselim
180 Points

Popular Questions