Answered 1 year ago
সহজ উপায় সৃষ্টিকর্তাকে ভয় করুন। পরকিয়ারর পরিনতি ধ্বংসের পথে নিয়ে যায়।পরকিয়া করে কেউ কখনো স্থায়ী সুখী হয় না। সাময়িক আনন্দের জন্য স্হায়ী সুখ নষ্ট করবেন না। অন্য মেয়ে/ছেলেদের থেকে দৃষ্টি নত রাখুন। নিজের মাম সম্মান বজায় রাখাটা বর্তমানে অনেক কঠিন সেদিকে খেয়াল করুন। আপনার পার্টনারের প্রতি লয়েল থাকার মত আনন্দের আর কিছু হয় না। নিজের সুখের জন্যেই পরকিয়া থেকে দূরে থাকা উচিত।
romzanreza publisher