পম্পেই-এর লোকেরা কেন পাথরে পরিণত হয়েছিল?

1 Answers   9.5 K

Answered 2 years ago

তারা পাথরে পরিণত হয়নি। আগ্নেয়গিরির উদগিরন এবং ছাই মানুষ এবং প্রাণীদের চাপা দেয়। যখন তাদের দেহগুলি পচে যায় তখন তারা এই ছাইয়ে ফাকা অংশ তৈরি করে। পম্পেই সম্প্রতি আবিষ্কার করা হয়। এরপর কেউ ভাবলেন প্লাস্টার দিয়ে গহ্বর টা কেন পূরণ করবেন না? এবং এভাবে আমরা পেলাম বহু বছর আগে মারা যাওয়া মানূষের প্লাস্টারে তৈরি অবয়ব।

Ritu Khatun
ritukhatun
336 Points

Popular Questions