Answered 2 years ago
বানিজ্য ভিত্তিক সংবাদমাধ্যম "বিজনেস স্ট্যান্ডার্ডস" এর রিপোর্ট অনুযায়ী ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন হওয়া ৬.১৫ কি.মি দৈর্য্যের বাংলাদেশের দীর্ঘতম "পদ্মা বহুমুখী সেতু" বিশ্বের দীর্ঘতম সেতুর তালিকায় ১২২ তম অবস্থানে রয়েছে।
এখানে উল্লেখযোগ্য পৃথিবীর দীর্ঘতম সেতু চীনের "ডানইয়াং-কুনসাং গ্রান্ড ব্রীজর দৈর্ঘ্য ১১৩.৭ কি.মি এবং তালিকার দশম স্থানে থাকা সংযুক্ত আরব আমিরাতের " মুনচাক সুয়াম্প সেতু"র দৈর্ঘ্য ৩৬ কি.মি।
যেখানে এশিয়া মহাদেশের দশম দীর্ঘতম সেতু ইন্দোনেশিয়ার "শেখ মুহাম্মদ বিন জায়েদ স্কাইওয়ে" র দৈর্ঘ্য অনুমানিক ৩৬.৮৬ কি.মি, সে হিসেবে বিশ্বের দীর্ঘতম সেতুর তালিকায় "পদ্মা সেতু" র দশম বা একাদশ অবস্থানে থাকাটা অসম্ভবই বটে!
sojibsahriar publisher