পদ্মা সেতুর মূল নির্মাণ বৈশিষ্ট্যগুলি কী কী? ইঞ্জিনিয়ারিং-এর মান হিসাবে এইরকম সেতু তো এই উপমহাদেশে আরও অনেক আছে, তাহলে পদ্মা সেতু নিয়ে এতো হৈচৈ-এর কারণ কী?

1 Answers   9.3 K

Answered 3 years ago

পদ্মা সেতু নিয়ে হাইপ হওয়ার অনেক কারণ আছে। পানির প্রবাহমানতার দিক থেকে পদ্মার স্রোতধারা আমাজন নদীর পর সর্বোচ্চ। সমতলের কোনো নদীর এমন স্রোতধারা বিশ্বে বিরল। নদীর নীচে নরম পলি মাটি থাকায় এর পাইলিং গভীরতা অনেক বেশি।

পদ্মা সেতু যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। কলকাতা থেকে ঢাকায় ৪ ঘন্টায় বাসে যাতায়াত সম্ভব হবে। বরিশাল ও খুলনার সাথে ঢাকার সরাসরি রেল যোগাযোগ চালু হলে তা জনগণের জন্য অনেক বেশি সুফল আনবে।

প্রযুক্তিগত চ্যালেঞ্জ ছাড়াও এই সেতু নির্মাণে আরও অনেক চ্যালেঞ্জ ছিল। এসব কারণে পদ্মা সেতু নিয়ে অনেক হাইপ তৈরি হয়। এর মধ্যে অন্যতম ছিল ভারতীয় গুপ্তচর আটকের বিষয়টি। পদ্মা সেতু এলাকায় ১১ জন ভারতীয় আটক করে সেনাবাহিনী। এসব গুপ্তচর আটকের ঘটনায় সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ভারতীয় কর্তৃপক্ষ এদের বিষয়ে অবশ্য মুখে কুলুপ এঁটে আছে। একদিকে চাইনিজ প্রকৌশলী হত্যা অন্যদিকে গুপ্তচর আটক, সবকিছু মিলিয়ে পদ্মাসেতু নিয়ে যে বিভিন্নরকম আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে তা স্পষ্ট হয়ে যায়। এসব বহুমাত্রিক ষড়যন্ত্র মোকাবেলা করে পদ্মা সেতু চালু করায় শেখ হাসিনাকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে।


Tusfi Tasnim
tusfitasnim
285 Points

Popular Questions