Answered 2 years ago
সূত্র ভালো করে বুঝে গাণিতিক রূপ এবং সূত্রের ব্যাখ্যা সমন্বয় করে পড়ুন। ব্যাখ্যাটা মনে না থাকলে গাণিতিক রূপ আয়ত্ত করুন পরে গাণিতিক রূপ থেকে ব্যাখ্যা লেখা শিখে নিন। সমানুপাতিক, ব্যস্তানুপাতিক সম্পর্ক গুলো খেয়াল করে পড়েন।
অথবা,
পদার্থবিজ্ঞানের সূত্রগুলো বেশিরভাগই বিভিন্ন শর্ত সাপেক্ষে হয় এগুলো আলাদা আলাদা পয়েন্ট করে পড়ুন। মহাকর্ষ সূত্রের ক্ষেত্রে আমি উদাহরণ দিচ্ছি।
সূত্র: মহা বিশ্বের যেকোনো দুটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বল বস্তু দুইটির ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল বস্তুকণা দ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে।
এটাকে আপনি পয়েন্ট আকারে মনে রাখতে পারেন।
১. মহা বিশ্বের দুটি বস্তুকণার পরস্পর কে আকর্ষণ করে।
২. আকর্ষণ বল বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক।
৩. বস্তুদ্বয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।
৪. এই বল বস্তুকণা দ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে।
aminaforid publisher